آداب الدعاء
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুআ করার সময় যখন তার উভয় হাত উঠাতেন, তখন তা দিয়ে তার মুখমণ্ডল মর্দন না করা পর্যন্ত নামাতেন না।  
عن عمر -رضي الله عنه- قال: كان رسول الله -صلى الله عليه وسلم- إذا مَدَّ يَدَيْهِ في الدُّعاءِ، لمْ يَرُدَّهُمَا حَتَى يَمَسَحَ بِهِمَا وَجْهَهُ.

شرح الحديث :


এ হাদীসের অর্থ স্পষ্ট, বান্দা যখন দুআ শেষ করবে তখন তার উভয় হাত দ্বারা চেহারা মাসাহ করা তার জন্য বৈধ। এর কারণ আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা যেহেতু তাঁর বান্দার হাতকে খালি ফিরিয়ে দেন না, তাই দুআর বরকতে তার হাতদ্বয়ে রহমত এসেছে। এ জন্য সবচেয়ে সম্মানিত অঙ্গ মুখমণ্ডলে তা ছড়িয়ে দেয়া উচিত।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية