فضائل أعمال الجوارح
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “ব্যক্তি যেসব দিনার ব্যয় করে তন্মধ্যে সর্বোত্তম দিনার হলো সেসব দিনার যা সে নিজের পরিবারের জন্যে ব্যয় করে, আর সে দিনার যা সে আল্লাহর রাস্তায় নিজের বাহনের জন্যে ও আল্লাহর রাস্তায় তার সাথীদের জন্যে ব্যয় করে।”  
عن ثوبان - رضي الله عنه- مولى رسول الله -صلى الله عليه وسلم- قَالَ: قَالَ رسولُ اللَّه -صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم-: «َأفضل دينار ينُفِقُهُ الرجل: دينار ينفقه على عياله، ودينار ينفقه على دَابَّتِهِ في سبيل الله، ودينار ينفقه على أصحابه في سبيل الله».

شرح الحديث :


সেসব সম্পদই সর্বোত্তম যা ব্যক্তি কল্যাণের পথে ব্যয় করে, যেমন যে সম্পদ সে নিজের পরিবারের জন্যে খরচ করে এবং যে সম্পদ সে নিজের বাহনের জন্যে খরচ করে, যে বাহন তাকে আল্লাহর আনুগত্যে জিহাদ ও অন্যান্য কাজে নিয়ে যায় এবং যে সম্পদ সে আল্লাহর আনুগত্যে নিজের সাথীদের ওপর খরচ করে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية