تفسير القرآن
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ হিসেবে বর্ণিত, আল্লাহ তাআলার বাণী: “তুমি কি তাদেরকে দেখনি, যারা দাবী করে যে, নিশ্চয় তারা ঈমান এনেছে তার উপর, যা নাযিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাযিল করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগূতের কাছে বিচার নিয়ে যেতে চায়।” ” [সূরা আন-নিসা, আয়াত: ৬০] এ আয়াত ঝগড়া- বিবাদে লিপ্ত দু’জন লোকের ব্যাপারে নাযিল হয়েছে। তাদের একজন বলেছিলো, মীমাংসার জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবো। অন্যজন বলেছিলো, কা‘ব বিন আশরাফের কাছে যাবো। পরিশেষে তারা উভয়ে বিষয়টি মীমাংসার জন্য উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে সোপর্দ করলো। তারপর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিচার ফয়সালায় সন্তুষ্ট হতে পারল না, তাকে লক্ষ্য করে উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, ঘটনাটি কি এ রকম? সে বলল, হ্যাঁ, তখন তিনি তরবারির আঘাতে তাকে হত্যা করে ফেললেন।  
عن عبد الله بن عباس -رضي الله عنهما- قال: قول الله تعالى: (ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت) "نزلت في رجلين اختصما، فقال أحدهما: نترافع إلى النبي -صلى الله عليه وسلم-، وقال الآخر: إلى كعب بن الأشرف، ثم ترافعا إلى عمر، فذكر له أحدهما القصة، فقال للذي لم يَرضَ برسول الله -صلى الله عليه وسلم-: أكذلك؟ قال: نعم، فضربه بالسيف فقتله".

شرح الحديث :


এ আছরটিতে আয়াতের শানে নুযূল বর্ণিত হয়েছে: “আপনি কি তাদেরকে দেখেন নি, যারা দাবী করে...” এই ঘটনাটি যখন উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছল এবং তিনি তাতে নিশ্চিত হলেন, তখন তিনি ঐ ব্যক্তিকে হত্যা করে ফেললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিচারে সন্তুষ্ট হতে পারেনি।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية