آداب الكلام والصمت
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “তুমি যার গীবত করেছ, তার কাফফারা হচ্ছে তার জন্যে ক্ষমা প্রার্থনা করা।”  
عن أنس بن مالك -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: «كفارة من اغْتَبْتَهُ أَنْ تستغفر له».

شرح الحديث :


যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গীবত করে এবং এই কবীরা গুনাহে লিপ্ত হয়, অতঃপর সে যদি তা থেকে নিষ্কৃতি পেতে ও মুক্ত হতে চায়, তাহলে তার কাফফারা হচ্ছে যার গীবত করেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية