آداب قضاء الحاجة
আবূ কাতাদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ পেশাব করবে তখন সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে না ধরে, ডান হাত দ্বারা ইস্তিঞ্জা না করে। আর (পান করার সময়) পানির পাত্রে যেন নিঃশ্বাস না ফেলে।”  
عن أبي قتادة الأنصاري -رضي الله عنه- مرفوعاً: "لا يُمْسِكَنَّ أَحَدُكُم ذَكَره بَيمِينِه وهو يبول، ولا يَتَمَسَّحْ من الخلاء بيمينه، ولا يَتَنَفَّس في الإناء".

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে পেশাব করার সময় পুরুষাঙ্গ ডান হাত দিয়ে স্পর্শ না করার নির্দেশ দিয়েছেন। পায়খানা বা পেশাব যেন ডান হাত দিয়ে দূর না করে। অনুরূপভাবে যে পাত্রে পানি পান করে সে পাত্রে যেন নিশ্বাস না ফেলে। কারণ, এতে অনেক ক্ষতি রয়েছে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية