এ নিবন্ধে হালাল রিযকের গুরুত্ব ও তা অনুসন্ধানের বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন তাকওয়া অবলম্বন করা, ইস্তেগফার ও দোয়া করা এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকা। রিযক তলব করার একটি বড় উপায় হচ্ছে পাপ থেকে বেচে থাকা, কারণ পাপ দুনিয়া ও আখেরাতের কল্যাণ থেকে বঞ্চিতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : “ব্যক্তি তার কৃত পাপের কারণে রিযক থেকে বঞ্চিত থাকে”। (আহমদ) এতে আরো স্থান পেয়েছে অভাবের সময় ধৈর্য ধারণের কিছু পদ্ধতি।