المحسن
كلمة (المحسن) في اللغة اسم فاعل من الإحسان، وهو إما بمعنى إحسان...
কা‘আব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম বলেন, কতক তাসবীহ রয়েছে প্রতিটি ফরয সালাতের পর যে ব্যক্তি এগুলো পাঠ করবে সে হতাশ হবে না। তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আল হামদু লিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহু আকবার বলা।
এ হাদীসটিতে পাঁচ ওয়াক্ত সালাতের পর এ সব যিকির বলার প্রচলন প্রমাণিত হয়। তার হিকমাত হলো, ফরয সালাতসমূহের সময় দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং আমলসমূহ তুলে নেওয়া হয়। আর তখন যিকির করা, সাওয়াবের দিক দিয়ে বেশি আশাযোগ্য এবং বিনিময়ের দিক দিয়ে অধিক মহান।