صفات الجنة والنار
সাহল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু‘ হিসেবে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী (অঙ্গ জিভ) এবং দুই পায়ের মধ্যবর্তী (অঙ্গ গুপ্তাঙ্গ) সম্বন্ধে নিশ্চয়তা দিবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব।”  
عن سهل بن سعد -رضي الله عنهما- مرفوعاً: «من يضمن لي ما بين لَحْيَيْهِ وما بين رجليه أضمن له الجنة».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম দু’টি বিষয়ের প্রতি দিক নির্দেশনা দেন। একজন মুসলিম যদি এ দু’টি বিষয়কে যথাযথভাবে পালন করে, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তার মুত্তাকী বান্দাদের দিয়েছেন তাতে প্রবেশ করতে সে সক্ষম হবে। আর এ দুটি বিষয় হলো, আল্লাহ অসন্তুষ্ট হন এমন কথা বলা থেকে জবানকে সংরক্ষণ করা। আর দ্বিতীয় বিষয় হলো, লজ্জাস্থানকে ব্যভিচার থেকে রক্ষা করা।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية