الحيض والنفاس والاستحاضة
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন পড়তেন অথচ আমি ঋতুবতী”।  
عن عَائِشَة -رضي الله عنها- قالت: «كان رسول الله -صلى الله عليه وسلم- يَتَكِّئُ فِي حِجرِي، فَيَقرَأُ القرآن وأنا حَائِض».

شرح الحديث :


আয়েশা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করেন যে, ‘আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার ওরসে হেলান দিতেন। আর তিনি কুরআন পড়তেন অথচ তিনি ঋতুবতী। এটি প্রমান করে যে, ঋতুবতী নারীর দেহ পবিত্র, হায়যের কারণে তা অপবিত্র হয় না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية