المنان
المنّان في اللغة صيغة مبالغة على وزن (فعّال) من المَنّ وهو على...
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রমযান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আল্লাহর ইবাদতের জন্য) যত পরিশ্রম করতেন, অন্য কোনো মাসে তেমন পরিশ্রম করতেন না। (অনুরূপভাবে) রমযানের শেষ দশকে যত পরিশ্রম করতেন অন্য দিনগুলোতে তত পরিশ্রম করতেন না।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ হাদীসে রমযান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বর্ণনা করেন, আর তা হলো, এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আল্লাহর ইবাদতের জন্য) যত পরিশ্রম করতেন, অন্য কোনো মাসে তেমন পরিশ্রম করতেন না। কেননা এটি মোবারকময় মাস, আল্লাহ তা‘আলা অন্য সকল মাসের ওপর এ মাসকে মার্যাদা দিয়েছেন। অতএব, যখন রমযানের শেষ দশক প্রবেশ করত তখন তিনি মাসের প্রথম ভাগের চেয়ে বেশি পরিশ্রম করতেন। কেননা তাতে রয়েছে লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম। আরেকটি কারণ তা মোবারকময় মাসের শেষাংশ। সুতরাং তিনি তা সৎ আমল দ্বারা সমাপ্ত করতেন।