آداب الرؤيا
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “সুসংবাদ ছাড়া নবুওয়াতের কিছু বাকি নেই।” লোকেরা প্রশ্ন করল, ‘সুসংবাদ কী?’ তিনি বললেন, “ভালো স্বপ্ন।”  
عن أبي هريرة ـ رضي الله عنه ـ قال: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: «لم يبقَ من النُّبُوَّةِ إلا المُبَشِّرَاتُ» قالوا: وما المُبَشِّرَاتُ ؟ قال: «الرؤيا الصالحة».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে অহীর ধারা বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে কী হবে তা জানার জন্যে ভালো স্বপ্ন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية