الأخلاق الذميمة
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত: “যে ব্যক্তি তার রাগকে রুখবে, আল্লাহ তার থেকে তার শাস্তিকে রুখবেন”।  
عن أنس -رضي الله عنه- مرفوعًا: «من كفَّ غضبه, كفَّ الله عنه عذابه».

شرح الحديث :


যে ব্যক্তি রাগের কারণ ও দাবিসমূহ পাওয়ার সময় তা থেকে বিরত থাকে এবং প্রতিশোধ গ্রহণের স্পৃহা থেকে বিরত থাকে তার মর্যদার ওপর হাদীসটি দলীল।যে ব্যক্তি তা করবে তার জন্য রয়েছে তার আমলের ধরণ অনুযায়ী মহা প্রতিদান। আর তা হলো, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে তার শাস্তিকে বিরত রাখবেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية