মানুষ সামাইজক জীব, সুখের ভোগী, দুঃখের সঙ্গী হয়ে থাকবে একে অন্যের সাথে, এটাই হওয়া উচিত মানুষের আদর্শ।এ কারণেই ইসলাম তার অনুসারীদের মাঝে কতিপয় অধিকার নিশ্চিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এ অধিকারগুলো বিশদভাবে আলোচনা করেছেন তার বাণীসম্ভারে। এমনই একটি বাণীকে কেন্দ্র করে উপস্থাপিত হয়েছে আমাদের এই প্রবন্ধটি। মুসলমানের প্রতি মুসলমানের অধিকার কী? এ বিষয়ে সঠিক ধারণা নেয়ার জন্য এ প্রবন্ধটি অধ্যয়ন ও প্রচার আবশ্যক বলে মনে করি।