একটি প্রশ্নের উত্তরে ফতোয়াটি প্রদান করা হয়। প্রশ্নটি হল: মসজিদ ভবনের কোন একটি অংশ ব্যবসার জন্য ভাড়া দেয়া ও তার আয় মসজিদে খরচ করার বিধান কি ?
التفاصيل
> > > > মসজিদের খরচাদি চালানোর জন্য কোন একটি অংশ ভাড়া দেয়া প্রশ্ন : মসজিদ ভবনের কোন একটি অংশ ব্যবসার জন্য ভাড়া দেয়া ও তার আয় মসজিদে খরচ করার বিধান কি ? উত্তর : আল-হামদুলিল্লাহ সালাতের জন্য যদি জায়গাটির প্রয়োজন না পড়ে এবং এতে মসজিদের অধিকাংশ মুসল্লি একমত হয়, তবে মসজিদের আদব ও সম্মানের সাথে সাঞ্জস্যপূর্ণ কোন বৈধ কাজের জন্য ভাড়া দিলে সমস্যা নেই। কারণ, একটি মূলনীতি রয়েছে, ওয়াকফ সম্পত্তির স্বার্থে ওয়াকফ সম্পত্তিতে তসরুফ করা ও তার আকৃতি পরিবর্তন করা বৈধ। মসজিদের ফায়দার স্বার্থে মসজিদ উপরে নিয়ে যাওয়া ও তার নিচে দোকান তৈরি করা হাম্বলি মাজহাবের আলেমগণ বৈধ বলেছেন। মসজিদের ব্যয়ভার বহন করার জন্য মসজিদের একটি অংশ ভাড়া দেয়ারও একই হুকুম। কাশ্শাফুল কানা (৪/৩৭৫) গ্রন্থে রয়েছে : মসজিদের অধিকাংশ প্রতিবেশী যদি চায়, তবে মসজিদের স্বার্থে মসজিদ উপরে নেয়া ও তার নিচে দোকান ইত্যাদি তৈরি করা বৈধ। আবু দাউদের বর্ণনায় ইমাম আহমদ এটা নির্ণয় করে দিয়েছেন। কারণ, এতে ফায়দা রয়েছে। এ থেকে আরো স্পষ্ট হয় যে, সেসব দোকানের আশ-পাশে বসাও বৈধ, যেহেতু সেখান থেকে মসজিদের নাম রহিত হয়ে গেছে। সমাপ্ত সূত্র: ফতোয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া : (৩১/২১৯), ফতোয়া শায়খ মুহাম্মদ ইবরাহীম : (৯/২০৭)