আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন: হে আবু যর তুমি কি মনে কর সম্পদের ধনাঢ্যই মূল ধনাঢ্য। মূল ধনাঢ্য তো হৃদয়ের ধনাঢ্য। আর দরিদ্রতা হল হৃদয়ের দরিদ্রতা। হৃদয়ে যে ধনী দুনিয়ার বঞ্চিতি তারা কোনো ক্ষতি করতে পারে না। আর যে ব্যক্তি তার হৃদয়ে দরিদ্র দুনিয়ার প্রচুর্য তাকে ধনী বানাতে পারে না। এ-হাদিসটিকে কেন্দ্র করেই স্পষ্ট উচ্চারণে উপাস্থাপিত হয়েছে বর্তমান অডিও ফাইলটি।