প্রবন্ধকার এখানে রমযানে একজন মুমিনের কী কী কাজ করা উচিত তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি ত্রিশটির মত আমলের কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে কিছু আমল রয়েছে যা শুধু রমযানেই করা হবে। আবার কিছু আমল রয়েছে যা সারা বছরই করা হবে, তবে রমযানে করার গুরুত্ব বেশী। প্রতিটি আমলের সাথে দলীল-প্রমাণাদিও সন্নিবেশিত করেছেন।