বাংলাদেশে বোরকা পরেন এমন নারীর সংখ্যা নগন্য নয়। মুসলিম নারীদের অনেকেই আলহামদুলিল্লাহ পর্দা করেন। কিন্তু ইসলামী পর্দা সম্পর্কে পূর্ণ ধারণা ও সঠিক চর্চা না থাকায় বোরকা রক্ষা কবচ হবার পরও ইদানীং অনেক বোরকাবৃতা দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকে আবার বোরকাধারীদের কিছু ব্যতিক্রমী নেতিবাচক দৃষ্টান্ত দিয়ে শয়ীয়তের একটি ফরয বিধানকে কটাক্ষ বা অবহেলা করে গুনাহগার হচ্ছেন। আলোচ্য নিবন্ধে বোরকাধারী কিছু বোনের আচরণ সম্পর্কে যেমন তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তেমনি এসবকে কেন্দ্র করে বোরকার সমালোচনার অসারতাও তুলে ধরা হয়েছে। অবশেষে খোদ বোরকাধারী, তাদের অভিভাবক ও সমাজের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে।