মসজিদ আল্লাহর ঘর। এখানে আমরা রোজ পাঁচবার মিলিত হয়ে রবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পাশাপাশি পারস্পরিক খোঁজ-খবর রাখি। গড়ে তুলি ভ্রাতৃত্বের বন্ধন। সমাজে ছড়িয়ে পড়ে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার আবেশ। গড়ে উঠে এক সুশীল সমাজ। সেহেতু মুসলিম সমাজে মসজিদের গুরুত্ব অপরিসীম। সঙ্গত কারণেই মসজিদের মতো এর পরিচালনা ও ব্যবস্থাপনার গুরুত্বও অনস্বীকার্য। বক্ষমাণ নিবন্ধে মসজিদ পরিচালনা কমিটির কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে।