সূরা আন-নাবা-এর আলোকে জান্নাতের বিবরণ ও বিচার দিবসের চিত্র তুলে ধরা হয়েছে। আলোচনাটিতে মুত্তাকী ও তাকওয়ার ব্যাপারে বিস্তারিত আলোকপাত করেছেন। পাশাপাশি আল কুরআনে ভালো-মন্দ দুই ধরনের বিষয়কে পূর্বাপর আলোচিত হয়েছে। মুত্তাকী কারা এবং তাকওয়ার পরিচিতি, জান্নাতের গুণাবলী ও মুত্তাকিনদের পুরষ্কার কী হবে তা বর্ণনা করা হয়েছে।