প্রকৃত মু’মিনের পরিচয় মেলে বিপদের সময়। কারণ একমাত্র তারাই বিপদের সময় টিকে থাকতে পারে। যারা আল্লাহকে পেতে চায় তাদের লক্ষ্য এই দুনিয়া নয়; আখেরাত। জান্নাতের বিনিময়ে তারা সবকিছু ত্যাগ করতে পারে। বর্তমান সময়ে ইসলাম নিয়ে কিছু বলতে গেলে মু’মিনরা আক্রমনের শিকার হয়। ইসলামের উপর থাকার কারণে অতীতে উম্মাতগণ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তদ্রুপ এ উম্মাতকেও পরীক্ষার সন্মুখীন হতে হবে। যাদের সামনে আল্লাহ এবং ইসলামের কথা বলা হলে তাদের অন্তর কেঁপে না ওঠে বরং উল্টা ইসলামের প্রতি অনীহা সৃষ্টি হয় তারা প্রকৃত মুসলিম নয়।