الحميد
(الحمد) في اللغة هو الثناء، والفرقُ بينه وبين (الشكر): أن (الحمد)...
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, “বিলাল সুবহে সাদিকের পূর্বে (ফজরের সালাতের) আযান দিলেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে গিয়ে বলতে নির্দেশ দিলেন : “জেনে রাখ! বান্দা ঘুমিয়ে ছিল। জেনে রাখ! বান্দা ঘুমিয়ে ছিল।”
এ হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে, মুয়াযযিন যখন সময়মত আযান দিতে ভুল করে তখন তার উচিত মানুষকে তার ভুল জানিয়ে দেওয়া। কেননা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিলালকে সময়মত আযান দিতে ভুল করায় তাকে মানুষকে জানিয়ে দিতে আদেশ দিয়েছেন যে, জেনে রাখ! মানুষেরা এ সময়ে ঘুমে বিভোর থাকে।