الجبار
الجَبْرُ في اللغة عكسُ الكسرِ، وهو التسويةُ، والإجبار القهر،...
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে মারফু‘ সূত্রে বর্ণিত, “যত দিন সূর্য উদিত হয়েছে তার ভেতর শ্রেষ্ঠ হচ্ছে জুমার দিন। তাতেই আদমকে সৃষ্টি করা হয়েছে, তাতেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং তাতেই তাকে সেখান থেকে বের করা হয়েছে।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ দিচ্ছেন যে, যতদিন সূর্য উদিত হয়েছে তন্মধ্যে সবচেয়ে উত্তম জুমার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। আদম হচ্ছেন আবুল বাশার বা মানব জাতির পিতা। আল্লাহ তাকে নিজ হাতে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আর সেটাও ছিল জুমার দিন। এই দিনেই তাকে জান্নাতুল মাওয়াতে প্রবেশ করানো হয়েছে। যেখানে মানুষ আশ্রয় নিবে। সেখানে আল্লাহ তাকে ও তার স্ত্রীকে প্রবেশ করিয়েছেন। জুমার দিনেই আল্লাহ তাকে সেখান থেকে বের হওয়ার নির্দেশ দিয়েছেন এই নির্দেশ তাকে অপমান করার জন্যে ছিল না; বরং তাঁর হিকমতের দাবির ভিত্তিতে এরূপ ঘটেছে।