الحكيم
اسمُ (الحكيم) اسمٌ جليل من أسماء الله الحسنى، وكلمةُ (الحكيم) في...
আগার ইবন ইয়াসার মুযানী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তাওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন এক শো বার তাওবা করি।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বাপর সকল গোনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি তাওবা ও ইসতিগফারের নির্দেশ দেন এবং নিজের সম্পর্কে সংবাদ দেন যে, তিনি প্রতিদিন একশ বার তাওবা করেন। এর মাধ্যমে তিনি উম্মতকে সৎ আমলের প্রতি উদ্বুদ্ধ করেন।