الرءوف
كلمةُ (الرَّؤُوف) في اللغة صيغةُ مبالغة من (الرأفةِ)، وهي أرَقُّ...
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “একজন মুমিনের মধ্যে দু’টি চরিত্র একত্র হতে পারে না। কৃপণতা ও দুশ্চিরিত্র।”
হাদীসটি প্রমাণ করে যে, একজন মুমিন এ দু’টি নিন্দনীয় স্বভাব একত্র করে না। সে দু’টি হলো, কৃপণতা ও দুশ্চরিত্র। হাদীসটিতে প্রতীয়মান বিষয় হলো, ঈমানের মতো নি‘আমত যার নেই, তার মধ্যে এ দু’টি চরিত্র একত্র হতে পারে। কারণ, যে ঈমান একজন ঈমানদারকে খারাপ চরিত্র থেকে দূরে রাখে তা তার ভেতর অনুপস্থিত। আর এখানে ঈমানদার দ্বারা উদ্দেশ্য সত্যিকার মুমিন, তার ভেতর এ দু’টি স্বভাব একত্র হবে না। আর যার মধ্যে এ দু’টি জমা হবে সেটা তার ঈমানের মধ্যে দুর্বলতার প্রমাণ।