القدوس
كلمة (قُدُّوس) في اللغة صيغة مبالغة من القداسة، ومعناها في...
আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “প্রতারক, কৃপণ এবং অধীনস্থদের কষ্টদাকারী জান্নাতে প্রবেশ করবে না।”
প্রতারক ধোকাবাজ ব্যক্তি যে প্রতারণা করে বেড়ায় জান্নাতে প্রবেশ করবে না। আর কৃপণ যে তার সম্পদের ওপর যা ওয়াজিব তা প্রদান করে না সেও জান্নাতে প্রবেশ করবে না। আর যে তার অধিনস্থ কর্মচারী ও চাকরদের প্রতি খারাপ ব্যবহার করে সেও জান্নাতে প্রবেশ করবে না। আর তাদের জান্নাতে প্রবেশ না করা দ্বারা উদ্দেশ্য প্রথমবার প্রবেশ না করা, যে প্রবেশের পূর্বে কোন শাস্তি ভোগ করতে হবে না। এ দ্বারা এ কথা উদ্দেশ্য নয় যে, তারা তাওহীদে বিশ্বাসী হওয়ার পরও একেবারেই জান্নাতে প্রবেশ করবেন না।