السيد
كلمة (السيد) في اللغة صيغة مبالغة من السيادة أو السُّؤْدَد،...
আনাস ইবন মালিক—রাদিয়াল্লাহু ‘আনহু— নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, “আযান ও ইকামাতের মাঝে দো‘আ প্রত্যাখ্যান করা হয় না”।
এ হাদীস আযান ও ইকামতের মাঝখানে দো‘আর ফযীলত প্রমাণ করছে। অতএব যাকে দো‘আ করার বাসনা ও তাওফীক দেওয়া হলো, তার সাথে কল্যাণের ইচ্ছা এবং তার দো‘আ কবুল করার ইরাদা করা হলো। এ সময় দো‘আ করা মুস্তাহাব। কারণ, মানুষ যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষা করে ততক্ষণ সে সালাতেই থাকে। সালাত হলো দো‘আ কবুলের জায়গা। কারণ, একজন বান্দা তাতে তার রবের সাথে কানাকানি করে। অতএব একজন মুসলিমের কর্তব্য এ সময় খুব দো‘আ করা।