هديه صلى الله عليه وسلم في التطهر
হুযায়ফাহ ইবনুল ইয়ামন (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে (সালাতের জন্য) উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন”।  
عن حذيفة بن اليمان -رضي الله عنهما- قال: «كان رسول الله -صلى الله عليه وسلم- إِذَا قَام من اللَّيل يُشُوصُ فَاهُ بِالسِّوَاك».

شرح الحديث :


পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি রাসূলের ভালোবাসা ও দুর্গন্ধের প্রতি তার ঘৃণা থেকে তিনি যখন দীর্ঘ রাতে ঘুম থেকে উঠতেন যা মুখকে দুর্গন্ধযুক্ত করে তখন তিনি মিসওয়াক দ্বারা তার দাঁতগুলো পরিষ্কার করতেন। যাতে দুর্গন্ধ দূর হয় এবং ঘুমের চাপের পর কর্মের প্রতি তৎপরতা সৃষ্টি হয়। কারণ, মিসওয়াক করার বৈশিষ্ট্য হলো সচেতন ও উদ্যমী করা।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية