আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “বিধবা ও মিসকীন-এর জন্য (ভরণ পোষণ যোগাতে) সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায়”। বর্ণনাকারী ধারণা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “রাত জেগে ক্লান্তহীন ইবাদতকারী ও বিরতিহীন সিয়াম পালনকারীর মতো”।
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, বিধবা নারী ও অসহায় মিসকীনের কল্যাণে যিনি কাজ করবে, তাদের জন্য ব্যয় করবে তিনি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায়, রাত জেগে তাহাজ্জুদ আদায়কারীর ন্যায় যে সার্বক্ষণিক ইবাদত করাতে ক্লান্ত হয় না এবং লাগাতার সিয়াম পালনকারীর মতো।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية