العلي
كلمة العليّ في اللغة هي صفة مشبهة من العلوّ، والصفة المشبهة تدل...
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ হিসেবে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর যিয়ারাতকারী মহিলাদের ওপর, কবরের উপর মসজিদ নির্মাণকারী এবং যারা বাতি জ্বালায় তাদের লা’নত করেছেন।
যে সব মহিলারা কবর যিয়ারত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ওপর লা‘নত করেছেন। লা‘নত হলো, আল্লাহর রহমত থেকে বের করা ও দূরে রাখা। কেননা, তাদের কবর যিয়ারত করার ওপর বিভিন্ন সমস্যা বিলাপ, কান্নাকাটি এবং তাদের প্রতি পুরুষদের আকৃষ্ট হওয়া। যারা কবরকে ইবাদতের স্থান বানায় এবং বাতি ও প্রদীপ তা আলোকিত করে, তাদেরকেও তিনি লা‘নত করেছেন। কেননা, এটি কবর বিষয়ে বাড়াবাড়ি এবং শির্ককারীদেরকে শির্কের দিকে ডাকার মাধ্যম।