أشراط الساعة
ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “কিয়ামত যাদের জীবনকালে সংঘটিত হবে এবং যারা কবরকে মসজিদে রূপান্তরিত করে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক।”  
عن عبد الله بن مسعود -رضي الله عنه- مرفوعاً: "إن من شرار الناس من تُدركهم الساعة وهم أحياء، والذين يتخذون القبور مساجد".

شرح الحديث :


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন যে, কিয়ামত যাদের জীবনকালে সংঘটিত হবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক। আর তারা ঐ সকল লোক যারা কবরের কাছে ও কবরমুখী হয়ে সালাত আদায় করে এবং কবরের উপর গম্বুজ তৈরি করে। এটি তাঁর উম্মতের জন্য সতর্কতা স্বরূপ। তারা যেন যে, নবী ও সৎকর্মশীলদের কবরের কাছে এসব নিকৃষ্ট লোকের মতো কাজ না করে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية