توحيد الربوبية
যায়েদ ইবন আসলাম আত-তাবে‘ঈ রাহিমাহুল্লাহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, কুরসীর সামনে সপ্ত আকাশ সাতটি দিরহামের মতো যা একটি প্রসস্থ ময়দানে রেখে দেওয়া হলো”।  
عن زيد بن أسلم -رحمه الله عن النبي -صلى الله عليه وسلم- قال: "ما السماوات السبع في الكرسي إلا كدراهم سبعة ألقيت في تُرْسٍ".

شرح الحديث :


এ হাদীসটিতে আরশ ও কুরসীর বড়ত্ব সম্পর্কে সংবাদ রয়েছে। সাত আসমানের বিশালতা এবং তাদের মাঝে দীর্ঘ দূরত্ব সত্বেও কুরসীর বড়ত্বের তুলনায় সাত আসমান সাতটি দিরহামের মতো; যা কোন একটি প্রসস্ত জায়গায় রাখা হলো। সুতরাং তা কতটুক জায়গা দখল করে? তা একেবারে সামান্য জায়গা দখল করবে। হাদীস দুর্বল হলেও আরশ বা কুরসীর বড়ত্বের ব্যাপারে কোন সন্দেহ নেই।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية