الوضوء
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত: “তোমাদের কারো যখন হাদাস হয়, আল্লাহ তার সালাত কবূল করবেন না, যতক্ষণ না সে উযূ করে”।  
عن أبي هريرة -رضي الله عنه- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-: "لاَ يَقْبَل الله صلاَة أَحَدِكُم إِذا أَحْدَث حَتَّى يَتوضَّأ".

شرح الحديث :


প্রজ্ঞাময় শরীয়ত প্রণেতা নির্দেশা দেন যে, যে ব্যক্তি সালাত আদায়ের ইচ্ছা করে সে যেন সুন্দর ও মনোরম আকৃতি ছাড়া সালাতে প্রবেশ না করে। কারণ, সালাত রব ও তার বান্দার মাঝে একটি মজবুত বন্ধন। এটি আল্লাহর সাথে কথোপকথনের একটি পদ্ধতি।র এ কারণেই তিনি তাকে সালাতের জন্য উযূ করা ও পবিত্রতা অবলম্বনের নির্দেশ দেন। আর তিনি জানিয়ে দেন যে, পবিত্রতা ছাড়া সালাত প্রত্যাখ্যাত ও কবুল হবে না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية