الأدعية المأثورة
ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ‘আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল হুদা অত্তুকা অলআফা-ফা অলগিনা।’ অর্থাৎ, হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার নিকট হেদায়াত, পরহেযগারী, অশ্লীলতা হতে পবিত্রতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি।  
عن ابن مسعود -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- كان يقول: «اللهم إني أَسْأَلُكَ الهُدى، وَالتُّقَى، والعفاف، والغنى».

شرح الحديث :


এ দো‘আটি একটি ব্যাপক ও উপকারী দো‘আ। এটি দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ কামনাকে অন্তর্ভুক্ত করে। কারণ, হুদা হলো উপকারী ইলম। আর তুকা হলো নেক আমল এবং আল্লাহ ও তার রাসূল যা না করেছেন তা ছেড়ে দেওয়া। আফাফ হলো, মাখলুককে কষ্ট দেওয়া ও খারাপ কর্মসমূহ হতে বিরত থাকা। আর গিনা হলো, আল্লাহর সাহায্য এবং তার রিযিকের কারণে অমুখাপেক্ষি হওয়া এবং তার মধ্যে যা আছে তাতে সন্তুষ্ট হওয়া। আর যতটুকু লাভে অন্তর তৃপ্তি পায় তা অর্জন হওয়া।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية