آداب اللباس
উমার ইবন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: তোমরা রেশমী কাপড় পরিধান করো না, কারণ, যে দুনিয়াতে তা পরিধান করবে আখিরাতে সে তা পরিধান করবে না।  
عن عمر بن الخطاب -رضي الله عنه- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لا تَلْبَسُوا الحَرِير؛ فَإِنَّهُ مَنْ لَبِسَهُ في الدنيا لم يَلبَسه في الآخرة».

شرح الحديث :


পুরুষের জন্য রেশমী কাপড় পরিধান করা হারাম হওয়ার বিষয়টি এ হাদীসটিতে আলোচনা করা হয়েছে। পরিধানকারীর শাস্তি হলো সে আখিরাতে তা পরিধান করবে না। কারণ, শাস্তি আমলের ধরণ অনুযায়ী।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية