العشر الأواخر من رمضان
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মারফূ হিসেবে বর্ণিত, “তোমরা রামযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর অনুসন্ধান কর।”  
عن عائشة أم المؤمنين -رضي الله عنها- أن رسولَ الله -صلى الله عليه وسلم- قال: «تَحَرَّوْا ليلة القَدْر في الوِتْرِ من الْعَشْرِ الأوَاخِرِ».

شرح الحديث :


উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানাচ্ছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর সঠিকভাবে নির্ধারণ করতে অনুসন্ধান করা, তাতে সৎআমল ও কিয়ামুল্লাইল করার নির্দেশনা দিয়েছেন।এর মাধ্যমেই লাইলাতুল কদর অন্বেষণ করা হবে। আর এটি রামাযানের শেষ দশকের বেজোড় রাতে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية