الجميل
كلمة (الجميل) في اللغة صفة على وزن (فعيل) من الجمال وهو الحُسن،...
আগার ইবন ইয়াসার মুযানী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তাওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন এক শো বার তাওবা করি।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বাপর সকল গোনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তিনি তাওবা ও ইসতিগফারের নির্দেশ দেন এবং নিজের সম্পর্কে সংবাদ দেন যে, তিনি প্রতিদিন একশ বার তাওবা করেন। এর মাধ্যমে তিনি উম্মতকে সৎ আমলের প্রতি উদ্বুদ্ধ করেন।