الأخلاق الحميدة
আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “ন্যায়পরায়ণ শাসকগণ মহান আল্লাহর নিকট নূরের মিম্বারে অবস্থান করবে, যারা নিজেদের পরিবার-পরিজন ও অধীনদের মাঝে ন্যায়-ইনসাফ ও সততার সাথে শাসনকার্য পরিচালনা করে।”  
عن عبد الله بن عمرو بن العاص - رضي الله عنهما- قال رسول الله -صلى الله عليه وسلم-: «إن المُقْسِطين عند الله على منابر من نور: الذين يعدلون في حكمهم وأهليهم وما ولَوُاْ».

شرح الحديث :


এ হাদীসে তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা নিজেদের অধীনে ও শাসনে থাকা মানুষের মাঝে সততা ও ইনসাফের সাথে ফয়সালা করে। তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সম্মান হচ্ছে, কিয়ামতের দিন তারা প্রকৃত নুরের মিম্বারে অবস্থান করবে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية