الأخلاق الذميمة
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “তোমরা ধারণা করা থেকে বিরত থাকো কারণ, ধারণা করা সবোর্চ্চ মিথ্যা কথা।”  
عن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم-قال: «إيَّاكم والظنَّ, فإن الظنَّ أكذبُ الحديث».

شرح الحديث :


হাদীসটিতে ভিত্তিহীন ধারণা করা থেকে সতর্ক করা হয়েছে, যাতে মানুষ শুধু ধারণার বশবর্তী হয়ে তার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না দেয়। এটি অবশ্যই একটি খারাপ চরিত্র এবং সবচেয়ে বড় মিথ্যা। কারণ, ধারণাকারী যদি এমন কিছুর ওপর নির্ভর করে যার ওপর নির্ভর করা যায় না এবং তাকে সে মূল বলে গণ্য করে এবং তার দ্বারা সে নিশ্চিত হয়, তা অবশ্যই মিথ্যা হবে বরং বড় ধরনের মিথ্যা।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية