সিয়াম পালন যাদের উপর ফরজ : সকল মানুষের জন্য রোজার বিধান নয়। কেন নয়? সকল মুসলিমের জন্য রোযা অবশ্য পালনীয় কিন্তু কেহ আছে অপ্রাপ্ত বয়স্ক, কেহ আবার অশীতিপর বৃদ্ধ, কেহ রোগ্রাক্রান্ত, কেহ আছে ভ্রমণে। এরা সকলেই কি রমজান মাসে রোজা রাখবে? যদি না রাখে বা না রাখতে পারে তাহলে তাদের করণীয় কি? এ বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপন করা হয়েছে এ প্রবন্ধে।