ঈদ মুসলমানদের আত্মার পরিশুদ্ধি, মুসলিম সমাজের ঐক্য ও সংহতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মার্জিত উৎসব। তবে দুঃখের ব্যাপার হল আমরা অনেকেই এ দিনটিকে যথার্থভাবে পালন করতে ব্যর্থ হই। নানাবিধ ইসলাম বহির্ভূত কাজে লিপ্ত হয়ে হারিয়ে ফেলি ঈদের মাহাত্ম্য, পাশ্চাত্য সংস্কৃতির গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে আনন্দ অনুভব করি। ঈদের মূল ভাব ও দর্শন থেকে আমরা চলে যাই দূরে। এ ধরনের আচরণ থেকে বেঁচে থাকা প্রতিটি মুসলমানেরই জরুরি। বক্ষ্যমাণ প্রবন্ধে ঈদে অবশ্য বর্জনীয় কয়েকটি আচরণ তুলে ধরা হল।