প্রশ্ন : মহিলাদের জন্য প্রাণী জবাই করা বৈধ কি-না? তাদের জবেহকৃত জন্তু খাওয়া জায়িজ কি-না জানতে চাই?
التفاصيل
> > > > প্রশ্ন : মহিলাদের জন্য প্রাণী জবাই করা বৈধ কি-না? তাদের জবেহকৃত জন্তু খাওয়া জায়িজ কি-না জানতে চাই? উত্তর : ইসলামি শরিয়তের মূলনীতি হলো যে কোনো বিধানের ক্ষেত্রে নারী ও পুরুষকে সমান বিবেচনা করা; কোনো প্রকার পার্থক্য বা বৈষম্য না করা। যদি কোনো বিধানের ক্ষেত্রে বিশেষ দলিল পাওয়া যায় তা-ই কেবল বিবেচ্য। আমাদের আলোচ্য বিষয় এমন এক বিধান যেখানে নারী-পুরুষ সমান। এমন কোনো দলিল আমাদের জানা নাই যার আশ্রয় নিয়ে বলা যায় জবাই শুধু পুরুষরাই করবে; নারীরা করতে পারবে না। সুতরাং নারী ও পুরুষ উভয় কর্তৃক জবাই করা জন্তু খাওয়া বৈধ। নারীর জবাই করা প্রাণীর গোশত ভক্ষণ সম্পূর্ণ হালাল। আব্দুল্লাহ বিন গাদয়ান, ইবরাহীম বিন মুহাম্মদ আলে শেখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায