এটি মূলত ১২ শাওয়াল ১৪৩৫ হি. মক্কার মসজিদে হারামে প্রদত্ত জুমার খুতবার অনুবাদ। এতে নবী ইউনুস ‘আলাইহিস সালামের ঘটনা, তা থেকে গ্রহণীয় শিক্ষা ও উপদেশ, বিশেষত আল্লাহর পথে মানুষকে ডাকার ক্ষেত্রে কষ্ট সহ্য করা, ধৈর্যধারণ করা এবং সুখে-দুখে সব সমস্যার সমাধানে আল্লাহর অভিমুখী হওয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে।