আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা সূরা কদরের মধ্যে লাইলাতুল কদরের ফযীলত বর্ণনা করেছেন। লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম রাত। লাইলাতুল কদরের ফযীলত ও গুরুত্ব অনেক। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, সে এক হাজার মাসের নেকী পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত পেয়ে ইবাদত করল না, সে সকল প্রকার সৌভাগ্য থেকে বঞ্চিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন বেশি বেশি ইবাদত করতেন ও পরিবার পরিজনকে ইবাদত করার তাগিদ দিতেন।