তাওহীদ হচ্ছে দীনের মূল বিষয়। আর হজের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। হাজী সাহেব এ তাওহীদেরই ঘোষণা দিয়ে থাকে তার তালবিয়াতে, তার আরাফার দো‘আতে, তার তাওয়াফের সময়, কঙ্কর নিক্ষেপের সময়, যবেহ এর সময়। সুতরাং এ বিষয়টি নিয়েই এ প্রবন্ধটি লিখা হয়েছে।