প্রত্যেক ঈমানদারের অবশ্য কর্তব্য হচ্ছে আল্লাহর ওলী হওয়ার চেষ্টা করা। আর মুমিনকে যে সব আমল আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে তন্মধ্যে আল্লাহর রাসূলের মুখ নিঃসৃত যিকিরসমূহ অন্যতম। কিন্তু এ ব্যাপারে মানুষের মধ্যে বিভিন্ন পন্থার অনুসরণ লক্ষ্য করা যায়। তারা প্রায়শই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ও প্রদর্শিত নিয়মে যিকির না করে নিজেদের ইচ্ছেমত যিকির করে থাকে। অথচ নবীর আদর্শ মোতাবেক না হলে তা কখনো গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তাই গ্রন্থকার এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহীহ হাদীস থেকে যিকির ও ওযীফাসমূহ একত্র করেছেন; যাতে বিদ‘আতী যিকির পরিত্যাগ করে মানুষ এগুলো গ্রহণ করতে পারে।