আল্লাহ তা‘আলার দিকে দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসূল আগমন করেছেন। তারা আল্লাহ তা‘আলার দিকে দাওয়াত দিয়েছেন। বর্তমানে আলেম সমাজ এ দাওয়াতের কাজটি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে যদি আমার একটি হাদীস পৌঁছে থাকে তাহলে তোমরা তা প্রচার করো। সুতরাং মানুষকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব।