মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশে মদিনা মুনাওয়ারায় সফর করা একটি শরিয়ত-সিদ্ধ বিষয়। মসজিদে নববীতে সালাত আদায়ের সওয়াব একহাজার গুণ বেশি, এ কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মদিনায় গমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরে সালাম করাও শরিয়ত-সিদ্ধ। তবে অনেকেই রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যিয়ারতের উদ্দেশেই মদিনায় সফর করে থাকেন যা হাদিস অনুযায়ী শুদ্ধ নয়। মদিনার যিয়ারত কীভাবে বিশুদ্ধভাবে আদায় করা সম্ভব হবে সে ব্যাপারেই এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।