কুরআন মহান আল্লাহর কিতাব ও তাঁর বাণী। মুমিনের অন্তরে কুরআনের টান অপরিসীম। মুমিনের উচিত কুরআন সম্পর্কে বিস্তারিত জানা। এ গ্রন্থে কুরআন সম্পর্কে নিম্নোক্ত বিষয়গুলো স্থান পেয়েছে: • কুরআন শব্দের আভিধানিক ও পারিভাষিক অর্থ • কুরআন মু‘জিযা হওয়ার বিভিন্ন দিক। • কুরআন তেলাওয়াতের ফযিলত। • কুরআন হেফযের ফযিলত। • কুরআনের কতটুকু হেফয করা ফরয। • কুরআন তেলাওয়াতের সময় যা খেয়াল রাখা জরুরী। • কুরআন তেলাওয়াতের আদব ও শিষ্টাচার