القهار
كلمة (القهّار) في اللغة صيغة مبالغة من القهر، ومعناه الإجبار،...
আব্দুল্লাহ ইবন জা‘ফর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি তার নিজের সালাতে সন্দেহ করে সে যেন সালামের পর দুটি সেজদাহ করে”।
হাদীসটি বর্ণনা করে যে, কোন ব্যক্তি সালাতে বেশি বা কম করার সন্দেহ করে তার জন্য ওয়াজিব হলো সালামের পর দুই সেজদা করা। হাদীসটি দুর্বল। বিশুদ্ধ হলো, যখন কোন ব্যক্তির সালাতে সন্দেহ হয়, এবং সে তার প্রবল ধারণার ওপর ভিত্তি করে সালাত আদায় করে, তাহলে সে সালামের পর সাজদা সাহু করবে। আর যদি কম করে সালাম ফেরানোর পর স্মরণ আসে সে সালাত পুরো করবে। তবে তখনও সে সেজদা সালামের পর করবে। এ ছাড়া অন্য ক্ষেত্রে সে সালামের পূর্বে সেজদা সাহু করবে।