الأول
(الأوَّل) كلمةٌ تدل على الترتيب، وهو اسمٌ من أسماء الله الحسنى،...
সাহল ইবনে সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে, যার নাম হল ‘রাইয়ান’; সেখান দিয়ে কেবল রোযাদারগণই কিয়ামতের দিনে প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, ‘রোযাদাররা কোথায়?’ তখন তারা দণ্ডায়মান হবে। (এবং ঐ দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে) তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আর সেখান দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না।”
হাদীসটির অর্থ: জান্নাতের মধ্যে এমন একটি দরজা আছে, যার নাম হল ‘রাইয়ান’; তা সাওম পালনকারীদের জন্য খাস। তারা ছাড়া অন্য কেউ তা দিয়ে প্রবেশ করবে না। যে ব্যক্তি সাওমের হেফাযত করবে এবং ফরয নফল সব প্রকারের সাওম পালন করবে কিয়ামত দিবসে ফিরিশতাগণ এ দরজা দিয়ে প্রবেশ করার জন্য তাকে আহ্বান করবে। যখন তারা প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে, তা দিয়ে আর কেউ প্রবেশ করবে না।